নিজস্ব সংবাদদাতা: 'একটাও ভোট পাবে না। বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা বাঁশ দিয়ে ঢাপা ঢাপ ঢাপা ঢাপ দেবে এই পঞ্চায়েতে, তা সে বিজেপি আসুক, কংগ্রেস আসুক', দিন কয়েক আগে বসিরহাটের জনসভাতে এমন মন্তব্য করে আলোচনায় উঠে এসেছিলেন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী নুসরত জাহান। এবার তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মী এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ দিলেন কড়া জবাব।
ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বাংলার মাটি উত্তপ্ত হওয়ার পাশাপাশি শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। নুসরতকে একহাত নিয়ে রুদ্রনীল বলেন যে বাঁশ দিয়ে মারলে ঢাপা ঢাপ করে আওয়াজ হয় জানতেন না তিনি। বাঁশ দিয়ে মারলে দুমদাম করে আওয়াজ হয় বলেই জানা তাঁর। হয়ত নুসরত জাহানের খুব প্রিয় শব্দ ঢাপ, বললেন রুদ্রনীল। যার যা পছন্দ সে সেই ধরণের ভাষাই ব্যবহার করে বলে রুদ্রনীল কটাক্ষ করলেন এই হেভিওয়েট নেত্রীকে।
ঢাপা ঢাপ ঢাপা ঢাপ! নুসরতের কুরুচিকর ইঙ্গিত? তোপ BJP নেতার
সাংসদ পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন নুসরত জাহান। নায়িকার ব্যক্তিগত জীবন থেকে খোলামেলা পোশাক সবকিছু ঘিরেই আলোচনার শেষ নেই।
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: 'একটাও ভোট পাবে না। বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা বাঁশ দিয়ে ঢাপা ঢাপ ঢাপা ঢাপ দেবে এই পঞ্চায়েতে, তা সে বিজেপি আসুক, কংগ্রেস আসুক', দিন কয়েক আগে বসিরহাটের জনসভাতে এমন মন্তব্য করে আলোচনায় উঠে এসেছিলেন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী নুসরত জাহান। এবার তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মী এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ দিলেন কড়া জবাব।
ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বাংলার মাটি উত্তপ্ত হওয়ার পাশাপাশি শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। নুসরতকে একহাত নিয়ে রুদ্রনীল বলেন যে বাঁশ দিয়ে মারলে ঢাপা ঢাপ করে আওয়াজ হয় জানতেন না তিনি। বাঁশ দিয়ে মারলে দুমদাম করে আওয়াজ হয় বলেই জানা তাঁর। হয়ত নুসরত জাহানের খুব প্রিয় শব্দ ঢাপ, বললেন রুদ্রনীল। যার যা পছন্দ সে সেই ধরণের ভাষাই ব্যবহার করে বলে রুদ্রনীল কটাক্ষ করলেন এই হেভিওয়েট নেত্রীকে।