New Update
/anm-bengali/media/media_files/0MJVLclfxyYEdwW9Rxqw.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা একটা মেট্রো সিটি। রোজ লক্ষাধিক মানুষ এই শহরে যাতায়াত করেন নানা কাজে। কেউ গ্রাম থেকে শহরে আসেন অথবা কেউ শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান। তাই রাস্তায় রাস্তায় ট্র্যাফিক চলাচলকে সব সময় স্বাভাবিক রাখতে তৎপর থাকে কলকাতা ট্র্যাফিক পুলিশ।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
মানুষ রোজ রাস্তায় বেরিয়ে নানা সমস্যার সম্মুখীন হন। কখনও গাড়ি খারাপ অথবা টায়ার ফাটার মতো নানা কিছু। কয়েকদিন আগেই কলকাতা ট্র্যাফিক পুলিশ মারফত খবর অনুযায়ী, কোহিনূর মার্কেটের কাছে মা ফ্লাইওভারে একটা ভাঙা গাড়ি পড়েছিল, যা যান চলাচলের সমস্যার সৃষ্টি করছিল। তবে খবর অনুযায়ী, সেটিকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
Traffic update:-
— Kolkata Traffic Police (@KPTrafficDept) October 6, 2023
Broken down vehicle has been removed from Maa Flyover near Kohinoor Market.#Kolkatatrafficupdate
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us