New Update
/anm-bengali/media/media_files/fksBB9NxTrxQfZqwRVXe.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তিলোত্তমার বিচার চেয়ে কলকাতা, রাজ্য তথা দেশে বিক্ষোভ চলছে। রাত দখলে ফের পথে নেমেছে সাধারণ মানুষ। তবে এবার বিক্ষোভে অংশ নিতে এসে চরম জনরোষে পড়লেন ঋতুপর্ণা চক্রবর্তী।
ঋতুপর্ণাকে ধিক্কার জানিয়ে গো ব্যাক স্লোগান দিল সাধারণ আন্দোলনকারীরা।
বাধ্য হয়ে তাকে বিক্ষোভস্থল ছাড়তে হয়। উল্লেখ্য, তিলোত্তমার বিচার চেয়ে শঙ্খ বাজিয়ে জনরোষে পড়েছিলেন তিনি। যার প্রতিক্রিয়ায় তার সঙ্গে আজ রাতের ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে।
Go back slogan to actor Rituparna Sengupta. pic.twitter.com/Up4oVhWklu
— Moupia Nandy (@MoupiaNandy) September 4, 2024