/anm-bengali/media/media_files/5OXE8ctAwb1wB13Kvu5P.jpg)
নিজস্ব সংবাদদাতা : মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জয় করে দেশকে গৌরবান্বিত করেছেন বাংলার কন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। আর আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে,কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে,রিচাকে রাজ্য সরকার ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর পক্ষ থেকে বিপুল সম্মান ও পুরস্কার দেওয়া হল।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচা ঘোষের হাতে তুলে দেন একাধিক চমকপ্রদ উপহার ও সম্মান। পশ্চিমবঙ্গ পুলিশে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) পদে যোগদানের নিয়োগপত্র আজ রিচা ঘোষের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও 'বঙ্গভূষণ' সম্মানে ভূষিত করা হয় রিচাকে। আজ মুখ্যমন্ত্রী রিচাকে নিজের হাতে একটি সোনার চেন পরিয়ে দেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/14/9XYXF003Gmjuwo1cDyx8.png)
এছাড়াও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) বিশ্বজয়ী বাঙালি ক্রিকেটার রিচাকে বিশেষভাবে পুরস্কৃত করে। CAB-এর পক্ষ থেকে রিচাকে ৩৪ লক্ষ টাকা (চূড়ান্ত ম্যাচের ৩৪ রানের জন্য প্রতি রান পিছু ১ লক্ষ টাকা) নগদ পুরস্কার দেওয়া হয়। এছাড়াও রিচার হাতে একটি সোনার তৈরি ব্যাট ও বলের প্রতিকৃতি (Gold Bat, Ball Replica) তুলে দেওয়া হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীও উপস্থিত ছিলেন। ইডেন গার্ডেন্সে রিচাকে সম্মান জানাতে রাজ্যের এই উদ্যোগ ক্রীড়ামহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us