New Update
/anm-bengali/media/media_files/z0EMaxU2IMPYWqfYwKA4.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার সাথে এবার যুক্ত হয়েছে আরজি করের দুর্নীতি মামলা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যুক্ত রয়েছেন এই মামলাতেও। তবে এই দুর্নীতি মামলার কথা উঠেছিল এক বছর আগে। যখন সিটও গঠন হয়েছিল রাজ্য সরকারের তরফে। তবে তারপরে সবকিছু চাপা পড়ে যায়। এবার আরজি করের এই ঘটনায় ফের সামনে এসেছে দুর্নীতির মামলা। মামলা গেছে সিবিআই-এর হাতে। আর এবার সেই মামলার মূল মামলাকারী আখতার আলিকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠালো সিবিআই। কি ঘটেছিল? কেমন দুর্নীতি চলছিল? সেই সব জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
/anm-bengali/media/media_files/E6o1jMWWHCIIie2e7GDg.jpg)
/anm-bengali/media/media_files/IjANINDQQZWH7MSL6BZC.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us