আরজি কর ধর্ষণ ও খুন: এই ইস্যুতে কবে কোন CM ইস্তফা দিয়েছেন? কুণাল ঘোষ শোরগোল ফেলে দিলেন

কি বললেন কুণাল ঘোষ?

author-image
Aniket
New Update
kunal-ghosh

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর ধর্ষণ ও খুন নিয়ে প্রতিবাদ চলছে। মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠছে।

kunal ghoshui.jpg

তবে এবার এই বিষয়ে ট্যুইট করে শোরগোল ফেলে দিলেন কুণাল ঘোষ।

kunal ghoshw1.jpg

তিনি বলেছেন, "RGKor তদন্তে CBI, মামলা SCতে। তারপরেও নবান্ন লক্ষ্য করে অরাজকতা তৈরির ছক। এরা বিচার চায়? নাকি পদত্যাগের দাবি নিয়ে কুরাজনীতি? এই ইস্যুতে কবে কোন CM ইস্তফা দিয়েছেন? এখানে তো 12 ঘন্টায় গ্রেফতার। যে বা যারা গুলির কথা বলে প্ররোচনা দিচ্ছে, তাদের গৃহবন্দী করুক পুলিশ"।

Adddd