New Update
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ RG কর মেডিক্য়াল কলেজের ঘটনায় সারা বাংলা তোলপাড়। আজ এই ঘটনা মনে করিয়ে দিল ৫১ বছর আগে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা।
/anm-bengali/media/post_attachments/e8cd51f8c65ae6a3775f2252412083f4d497d53168b0d286c363f95678810a75.jpg?im=FitAndFill=(1200,675))
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ১৯৭৩ সালের ২৭ নভেম্বর মুম্বইয়ের কিংস এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে ২৫ বছর বয়সী নার্স অরুণা রামচন্দ্র শানবাগের ওপর চড়াও হয় ওই হাসপাতালেরই ওয়ার্ড-বয় সোনলাল। অরুণা যখন পোশাক বদলাচ্ছিলেন তখন আচমকাই অরুণার উপর ঝাঁপিয়ে পড়ে সে। কুকুরের চেন দিয়ে অরুণার গলা বেঁধে তাঁকে ধর্ষণ করা হয়। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ৪২ বছর ধরে তিনি কোমায় ছিলেন। ২০১৫ সালের ১৮ মে মৃত্য়ু হয় অরুণার।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2015/05/aruna-1.jpg)
আর জি করে তরুণীর মৃত্যুর পরে এই ঘটনার কথাই দেশকে আরও একবার মনে করিয়ে দিল।
/anm-bengali/media/post_attachments/fdf361a525d36fd22867caffcfb8fad6244f762187b182cd17751cc88404f502.jpg?VersionId=KQqcC0.WJVTLk.MiHyQNJpW7JTBelfhU)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us