Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/zEbJgrZGUEiWW4JV67HX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ-হত্যার ঘটনা নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে বেড়ে চলেছে উত্তেজনা। এবার এই ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল হলেন শিল্পীরা।
/anm-bengali/media/media_files/MWSw97OqjrV6RB2jjBv5.jpg)
জানা গিয়েছে, অ্যাকাডেমি চত্বরে আজ প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যের শিল্পীরা। তাঁরা দেওয়ালে অঙ্কন কিংবা নিজেদের শরীরে রং-তুলি দিয়ে অঙ্কন করে প্রতিবাদ শুরু করেছে। সবার একটাই বক্তব্য- ‘উই ওয়ান্ট জাস্টিস’। আরজি কর মেডিক্যাল ও হাসপাতালে ধর্ষণ-খুনে ন্যায়ের দাবি করে আজ প্রতিবাদে শিল্পীরা।
/anm-bengali/media/media_files/nvgk19k1AfxlKQGAjGXI.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us