আরজি করে তিলোত্তমার মূর্তি উন্মোচন, রাজনীতি টেনে আনলেন শুভেন্দু

‘অভয়ার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী’।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rg kar statue

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেবীপক্ষের সূচনাতে নির্যাতিতার মূর্তি বসলো আরজি করে! মহালয়ার দিন আরজিকর মেডিকেলে বসল নিহত চিকিৎসকের প্রতীকি মূর্তি। হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলী বিল্ডিং-এর সামনে এই মূর্তি স্থান পেয়েছে। শিল্পী অসিত সাঁই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। নির্যাতিতার যে ভাস্কর্য তৈরি করা হয়েছে তার নামকরণ করা হয়েছে ‘সময়ের কান্না’। শিল্পীর কল্পনায় সেই প্রতিবাদে যেন ফুটে উঠেছে প্রতিবাদের মূর্ত আওয়াজ। 

আকাশের দিকে চেয়ে রয়েছে একটি মেয়ে মনে হবে যেন চিৎকার করছে। যদিও এই মুখ নির্যাতিতার মুখের আদলে তৈরি হয়নি। গতকাল রাতেই এই মূর্তি স্থাপন করা হয়েছে আজ তা উন্মোচন করা হল। জুনিয়র ডাক্তাররা গোলাপ ফুল দিয়ে আসেন তাদের বোনের প্রতি সম্মান প্রদর্শন করতে। যদিও এই মূর্তির বিরোধিতা করেছেন কুনাল ঘোষ। তিনি লিখেছেন, ‘অভয়ার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী’।

suvendu sad face

এদিকে ‘মূর্তি তৈরি না করে স্মারক প্রতিস্থাপন করা যেত’ বলে মনে করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রামে, নির্যাতিতার আত্মার শান্তি কামনায় গীতা পাঠ করা হয়’। তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দু। 

পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূজো উদ্বোধন নিয়ে এদিন শুভেন্দুর কটাক্ষ, “মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে এই বাংলাকে দেখছেন সেই পুলিশ মুখ্যমন্ত্রীকে ঠকাচ্ছে। নিজের বিধানসভা এলাকায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, সকলেই বিচার চান আর দেবীপক্ষের মাধ্যমে বিসর্জিত দেবীকে আরাধনা করছেন সকলেই”।

rg njhk

Adddd