রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: 'জোরালো প্রস্তাব' না পেলে মধ্যস্থতা প্রচেষ্টা বন্ধ করার হুমকি দিল আমেরিকা
আতঙ্কবাদীদের সঙ্গী রাহুল গান্ধী! আমেঠিতে যাওয়ার আগেই পড়ল পোস্টার
"যেখানে হত্যা করা হয়েছিল সেখানেই সন্ত্রাসীদের কবর দেওয়া হবে"!
পাকিস্তানের জন্য ভারতের নতুন প্ল্যান! মোদী সরকার করল পুনর্গঠন
কীভাবে ছড়িয়ে পড়ল মেছুয়াবাজারের আগুন, প্রত্যক্ষদর্শীদের বয়ানে শিউরে উঠতে হবে
পাকিস্তানকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করল ভারত! PoK নয়, এই এলাকায় এবার নজর
'অযোধ্যার বাবরি মসজিদের প্রথম ইট পাক সেনাই স্থাপন করবে'! আবার এল পাক সাংসদের উস্কানিমূলক বক্তব্য!
দাহ্য পদার্থ মজুত রাখার জন্যই অগ্নিকাণ্ড এত ভয়াবহ! শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
অগ্নিকাণ্ডের সময় অঘোরে ঘুমাচ্ছিলেন হোটেলের রুমে! ভাগ্য জোড়ে বাঁচলেন মুম্বইয়ের বাসিন্দা

আরজি করে নতুন বিপত্তি, ফলস সিলিং ভেঙ্গে পড়লো অপারেশনের মাঝে

হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rg kar

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিক্যালে এবার ভেঙে পড়ল ওটির ছাদ। বৃহস্পতিবার সার্জারি বিল্ডিংয়ের ৩ নম্বর ওটির ফলস সিলিং ভেঙে পড়ে। তখন ওটিতে কেউ না থাকায় অঘটন ঘটেনি। চিকিৎসকদের দাবি, ওই ওটির দুরবস্থা নিয়ে আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তারা। 

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার ওটিতে ঢুকে হাসপাতালের কর্মীরা দেখেন বিস্তীর্ণ এলাকার ফলস সিলিং ভেঙে মাটিতে পড়ে রয়েছে। ওটি বন্ধ থাকার সময় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো হয়। সার্জারি বিল্ডিংয়ের ৩ নম্বর ওটিতে মূলত মাইক্রো সার্জারি হত। সেখানেই এই বিপত্তি।

Rg kar

ওটির ছাদ ভেঙে পড়া নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরকে দায়ী করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, তারা আগেই বলেছিলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বাইরে থেকে ঝাঁ চকচকে হলেও ভিতরে তা ফোপরা হয়ে গিয়েছে। তারই একটি নমুনা দেখা গেল এদিন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। 

Rg kar