আরজি কর মামলায় নতুন আবেদন, শুনে চমকে উঠলেন বিচারপতি

আগামীকাল (মঙ্গলবার) সেই বিষয়ে শুনানি হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rg kar

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের নতুন মোড়। এবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দৃষ্টি আকর্ষণ করলেন মৃতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি।

সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ-এর এজলাসে শুনানির সময় তিনি আবেদন করেন, অপরাধস্থল বা ‘প্লেস অব অকারেন্স’ পরিদর্শনের অনুমতি দেওয়া হোক। তিনি জরুরি ভিত্তিতে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। সম্ভাবনা রয়েছে, আগামীকাল (মঙ্গলবার) সেই বিষয়ে শুনানি হবে।

rg kar

২০২৪ সালের আগস্ট মাসে আরজি কর হাসপাতালের ভিতরেই কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে নিম্ন আদালত।

এই মামলার শুনানিতে কয়েকদিন আগেই বিচারপতি ঘোষ প্রশ্ন তোলেন, "এটি গণধর্ষণের ঘটনা ছিল কি না, তা স্পষ্ট করা হোক"। তাঁর পর্যবেক্ষণ, অভিযুক্ত একাই এই অপরাধে জড়িত ছিলেন, নাকি আরও কেউ যুক্ত ছিল, তা নিশ্চিতভাবে জানা প্রয়োজন। সেই সূত্রেই আদালত সিবিআই-কে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেয়। আর এবার সেই মামলতেই জুড়লো আরও প্রশ্ন।