New Update
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে রাজ্য রাজনীতি তোলপাড়। এই ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। এবার এই ঘটনার মধ্যেই সামনে এল এক চমকে দেওয়া তথ্য।
/anm-bengali/media/post_attachments/c3da11b98a83cd90a3b3213d2aa90ea8ddc6cb831dd0ea290d5c9f6e72e7e1f7.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, মেদিনীপুর মেডিকেল কলেজের মহিলা জুনিয়র ডাক্তারদের ওপর ব়্যাগিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। আরও জানা গিয়েছে যে, আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ট মেদিনীপুর মেডিক্যালের ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান মহিলা জুনিয়র ডাক্তারদের আইটেম সং এ নাচ করতে বাধ্য করত।
/anm-bengali/media/post_attachments/5e0f2e4844f9c617dddfc9e75d1ea72325daf58af20b14883acd481251976667.webp)
কলেজের পড়ুয়াদের দাবী যে, বেছে বেছে সুন্দরী মহিলা ডাক্তারদের বাধ্য করা হত আইটেম সং এ নাচতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us