Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/H5zGLVMbTUlI4MI0fU4K.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃকলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে বড়সড় রদবদল। লোকসভা নির্বাচনের আগে এই বদল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন রাজীব কুমার। এবার ইন্সপেক্টর থেকে ওসি সব পদেই রদবদল করল লালবাজার। সোমবার এই রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশের দাবি এটা রুটিন বদলি। এর পিছনে অন্য কোনও কারণ নেই। গত বছরের শেষের দিকে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পদে রদবদল হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশের একসঙ্গে ৫৫ জন ইন্সপেক্টর পদে রদবদল করা হয়েছে। এছাড়া ৪৫টি থানার ওসি পদে রদবদল করা হয়েছে। এখানেই শেষ নয় লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশেও শতাধিক পদে বদলি হয়েছে। জেলা পুলিশের ২৯৭ জন সাব ইন্সপেক্টরকে বিভিন্ন জেলার পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us