সাধারণ ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, নিজেকে "লাশ" হতে দেবেন না- বিস্ফোরক তৃণমূল নেতা, করে দিলেন সতর্ক- চরম শোরগোল

কি বললেন তৃণমূল নেতা?

author-image
Aniket
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: আজ নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে আটকাতে পুলিশ প্রস্তুত রয়েছে। তবে নবান্ন অভিযানের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি ট্যুইট করে তাই ছাত্র সমাজকে সতর্ক করে দিয়েছেন।

debangshu.jpg

তিনি বলেছেন, "সাধারণ ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, নিজেকে "লাশ" হতে দেবেন না। আপনাকে বলির পাঁঠা করে রাজনীতি করতে শকুনেরা অপেক্ষারত"। সকলকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। চরম শোরগোল চলছে।