নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোট হয়ে গেল বেশ কিছুদিন পেরিয়েছে। বাংলার ২০২৪ লোকসভা নির্বাচনে সর্বাধিক চর্চিত কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বসিরহাট। সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে বিজেপির হয়ে ভোটে নামেন আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র।
/anm-bengali/media/post_attachments/415f679929cda4074e1b418ab415d0e8a0e8671323ee830112796a6c6254cef3.jpg)
তবে ফল বেরোতে দেখা যায় ভোটে প্রভাব ফেলতে পারেননি সন্দেশখালির এই গৃহবধূ। রেখাকে হারিয়ে বিপুল ভোটে জেতেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। এরপরই ভোটে কারচুপি, ছাপ্পার অভিযোগে আদালতে যান খা। এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রেখা পাত্রের দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে নোটিস জারি হল। তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামকেও নোটিস পাঠানো হল। পরবর্তী শুনানি ৪ সেপ্টেম্বর।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)