New Update
/anm-bengali/media/media_files/2025/01/27/WuCr68m72OYQnC4v1uzw.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: দু'ঘণ্টা শুনানির পরও মিলল না উত্তর। ১০ ফেব্রুয়ারি ফের SLST ২০১৬ মামলার শুনানি। ২৬ হাজার চাকরিপ্রাপকের ভবিষ্যৎ কী? যোগ্য-অযোগ্য আদৌ আলাদা করা সম্ভব? হলে কি পদ্ধতিতে? SSC চাকরি বাতিল মামলায় সওয়াল করল সুপ্রিমকোর্ট (Supreme Court)।
অপরদিকে, চাকরিরতরাও বিক্ষোভে শামিল। ধর্মতলায় ওয়াই চ্যানেলে আন্দোলনে অনড় তাঁরা। সূত্রের খবর, এদিন আদালতে সাফ দাবি করা হয়েছে যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করা সম্ভব নয়। বয়স সীমার উর্দ্ধে ফের তাঁদের পরীক্ষায় বসানো হোক ও মেধার মূল্যায়ন করে চাকরিতে নিযুক্ত করা হোক। প্রক্রিয়া সময়সাপেক্ষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us