Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/UjaPonnJ8FJJjfxev74f.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুধু অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তই নন, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে তদন্তকারীদের স্ক্যানারে আছেন এখন আরও অন্তত ৫০ জন। জানা গিয়েছে যে যে ৫০ জন স্ক্যানারে রয়েছেন, তাঁদের কাছে ঘুরপথে রেশন দুর্নীতির টাকা পৌঁছে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে ওই সন্দেহভাজনদের ব্যাঙ্কের কাগজপত্র-সহ অন্যান্য নথি দেখছেন তদন্তকারীরা।
/anm-bengali/media/media_files/szTbEJtvlnEb6dIywzJl.jpg)
৫০ জনের তালিকাও তৈরি হয়েছে। আগামী ১৯ জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। তবে এবার কে?
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us