New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
file pic
নিজস্ব সংবাদদাতাঃরেশন দুর্নীতির তদন্তে জোর কদমে আসরে নেমেছে ইডি। গ্রেফতার করা হয়েছে প্রভাবশালী ব্যবসায়ী তথা চালকল-আটাকলের মালিক বাকিবুর রহমানকে। রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করে বিপুল সম্পত্তি বানানোর অভিযোগ উঠেছে বাকিবুরের বিরুদ্ধে। আর এসবের মধ্যেই আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বাকিবুর রহমানের বিষয়ে। সিনেমাতেও বিনিয়োগ করেছিলেন তিনি। বাকিবুরের প্রযোজনায় নির্মিত হয়েছিল ম্যানগ্রোভ নামে একটি সিনেমা। সেখানে অভিনয় করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। শুধু তাই নয়, এর পাশাপাশি সিনেমার একটি আইটেম নাচে দেখা গিয়েছিল রাখি সওয়ান্তকেও। অর্থাৎ শুধু চালকল, আটাকলের মালিক হিসেবে কিংবা হোটেল ব্যবসায়ী হিসেবেই নন, এর পাশাপাশি সিনেমাতেও টাকা ঢেলেছিলেন বাকিবুর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us