ধর্ষণ কাণ্ডের জের, কসবা থানায় বিক্ষোভ শুরু SFI-DYFI-এর

তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এসএফআইয়ের সদস্যরা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
wb-slg-01-dyfi-7209673_13042023153133_1304f_1681380093_792

File Picture

নিজস্ব সংবাদদাতা: কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। শুক্রবার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করলেও, তাতে ক্ষোভ কমেনি বিরোধী রাজনৈতিক দলগুলির। শুক্রবার কসবা থানার সামনে এসএফআই ও ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধের আয়োজন করা হয়।

পরিস্থিতি মুহুর্তে জোরালো হয়ে ওঠে। SFI-DYFI-এর সদস্যরা কসবা থানার সামনেই পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়ায়। গড়িয়াহাট বা রুবি যাওয়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। একই সাথে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এসএফআইয়ের সদস্যরা। 

পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বেশ কিছু ডিওয়াইএফআইয়ের সদস্যরা। তবে তারাও হাল ছাড়তে নারাজ। পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় ডিওয়াইএফআইয়ের সদস্যরাও।