New Update
/anm-bengali/media/media_files/NxqUELJ90eeBhInibvOB.jpg)
নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ঠিক রাত ১১.৫৫ মিনিটে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হবে মেয়েদের মহা জমায়েত। আর জি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ মেয়েরা এবার পথে নামবে।
/anm-bengali/media/media_files/GSpEj4oxSXPjLisz4lW4.webp)
বেশিরভাগ জায়গায় রাত ১১.৩০টার পর হবে জমায়েত। ফলে অনেকে আসবে বাড়ি থেকে কিছুটা দূরে। সেক্ষেত্রে তাদের বাড়ি ফেরার একটা সমস্যা থাকবে।
/anm-bengali/media/media_files/PR58Kr3PxvHOVTUkefgg.jpeg)
এবার এই নিয়ে এক বিশেষ অনুরোধ উঠেছে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে। বেশ কিছু মহিলার দাবি কলকাতা মেট্রো বেশ কিছুটা রাত পর্যন্ত কাল চালু থাকলে যারা তারা আবার নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারবে। তবে এই নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।
/anm-bengali/media/media_files/rJ4BAd2xZx9Au001aDVE.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us