আদালতে ক্ষমা চাইলেন রাজীব সিনহা

একটি মামলায় রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি হয়েছিল।

New Update
123dd

File Picture

নিজস্ব সংবাদদাতা: গত বছর পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ভোটের পর যখন গুচ্ছ গুচ্ছ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একটি মামলায় রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি হয়েছিল। ভোট মিটে যাওয়ার ৬ মাস পর এবার সেই রুল জারির পরিপ্রেক্ষিতেই নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজীব সিনহা।

সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে হলফনামা জমা দেন রাজীব সিনহা। সেখানেই ক্ষমা চাওয়ার কথা রয়েছে। যদিও রাজীব সিনহা ওই হলফনামায় আরও দাবি করেছেন, আদালতের সব নির্দেশ মেনেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু তারপরও ক্ষমা চেয়ে নিচ্ছেন তিনি।  

hiren