নিজস্ব সংবাদদাতা: শীর্ষ পুলিশকর্তা রাজীব কুমার, ভারপ্রাপ্ত রাজ্য পুলিশের মহাপরিচালক হিসাবে ফিরে এসে রাজ্যে আকস্মিক ঘটনাগুলি নিয়ন্ত্রণ করতে বড় পদক্ষেপ শুরু করেছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন রাজীব। প্রসঙ্গত, রাজ্য সরকার গত বছর মনোজ মালব্যর অবসর নেওয়ার পরে রাজীবকে শীর্ষ পদের জন্য মনোনীত করেছিল কিন্তু লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি কার্যকর হতেই নির্বাচন কমিশন তাকে পদ থেকে সরিয়ে দিয়েছিল।
/anm-bengali/media/post_attachments/98511c7297989795bc93fdd5e85bdac16a73e809b683fee4322b5aa3fa3b0bd8.jpg)
নির্বাচন কমিশন সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশ বাহিনীর প্রধান হিসেবে মনোনীত করেছে। আদর্শ আচরণবিধি প্রত্যাহার হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয়ের পরিবর্তে রাজীব কুমারকে নিয়ে আসেন সেই স্থলে।
/anm-bengali/media/post_attachments/09a6a603893f5bc816cfee3b48ff11fba877bc71a77bd1f3ee86492cbd6fad54.webp)