/anm-bengali/media/media_files/XBpkZmhAFuhT7uhFCaN7.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নামে সাইবার প্রতারণার চেষ্টা! কখনও ফোনে, কখনও সোশ্যাল মিডিয়ায় আবার কখনও ই-মেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে রাজভবনের নামে — সম্প্রতি এমন একাধিক অভিযোগ পৌঁছেছে রাজভবনে। ঘটনা নজরে আসতেই দ্রুত সতর্কতামূলক পদক্ষেপ নিল রাজভবন।
এক্ষেত্রে রাজভবনের স্পষ্ট বার্তা, রাজভবন বা রাজ্যপালের দফতর কোনও ব্যক্তির কাছ থেকে টাকা চায় না। রাজ্যপালের অফিসের নাম ব্যবহার করে কেউ ফোন/মেসেজ/ইমেল করে টাকা চাইলে তা সম্পূর্ণ ভুয়ো। এমন কোনো যোগাযোগ এলেই প্রথমেই তার সত্যতা যাচাই করুন।
রাজভবনের তরফে নাগরিকদের জন্য কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে -
১ কোনও অজানা নম্বর/মেইল আইডি থেকে রাজভবনের নাম করে ফোন/মেসেজ এলে ব্যক্তিগত তথ্য দেবেন না।
২ এমন মেসেজ বা ফোনে লিঙ্ক খুলবেন না, কোনও টাকা পরিশোধ করবেন না।
৩ সন্দেহজনক কিছু ঘটলে অবিলম্বে পুলিশ বা সাইবার সেলে অভিযোগ জানান।
রাজভবনের বার্তা, “সতর্ক থাকুন, সচেতন থাকুন। রাজভবনের নামে প্রতারণার চেষ্টা হলে সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানান"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us