উত্তরবঙ্গের পাশে দাঁড়ালো রাজভবন, খোলা হল র‍্যাপিড অ্যাকশন সেল

দুর্গতরা ২৪ ঘণ্টা এই সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
raj bhavan

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একের পর এক ধস, ভাঙন আর বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। পরিস্থিতি মোকাবিলায় এবার রাজভবনে খোলা হল র‌্যাপিড অ্যাকশন সেল। দুর্গতরা ২৪ ঘণ্টা এই সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

রবিবার রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন অফিসার অন স্পেশাল ডিউটি সন্দীপ সিং রাজপুত। যেকোনও সমস্যার কথা জানাতে দুর্গতরা ফোন করতে পারবেন ০৩৩-২২০০১৬৪১ নম্বরে। এছাড়া ইমেইল পাঠানো যাবে peaceroomrajbhavan@gmail.com ঠিকানায়।

রাজভবনের বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগেই খোলা ‘পিসরুম’ আবার সক্রিয় করতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রয়োজনে সেখানে আশ্রয় দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। একইসঙ্গে সকলকে ধৈর্য ধরে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

nepal flood a

রাজনৈতিক মহলেও সক্রিয়তা বেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি তৃণমূল কর্মীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। অপরদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও সোমবার উত্তরবঙ্গে যাবেন বলে জানা গিয়েছে। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়তে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পাহাড়ি জেলায় ধস নামায় পর্যটকরা আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে রাজভবনের নতুন উদ্যোগ দুর্গতদের বড় সহায় হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।