/anm-bengali/media/media_files/f39AB6dgHzeRMZGoodEh.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কসবাকাণ্ড নিয়ে মুখ খোলার পর তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রাক্তন নেত্রী রাজন্যা হালদার এখন নিজ দল থেকেই প্রবল সমালোচনার মুখে। একের পর এক শাসক নেতানেত্রী রাজন্যার বিরুদ্ধে কটাক্ষ করতে শুরু করেছেন। যদিও রাজন্যার দাবি, তিনি ঘটনার পরেই দলকে জানিয়েছিলেন। কিন্তু বর্তমানে প্রশ্নের মুখে তাঁর সততা, সময়জ্ঞান এবং রাজনৈতিক উদ্দেশ্য।
টিএমসিপির নেত্রী জুঁই বিশ্বাস নাম না করে রাজন্যার উদ্দেশে সামাজিক মাধ্যমে লেখেন - "যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে। না নেত্রী হওয়ার যোগ্যতা, না অভিনেত্রী হওয়ার। দুদিনে এসেই নেত্রী? প্রাকৃতিক দুর্যোগে বা কোভিডে দেখা যায় না, শুধু ব্যক্তিগত এজেন্ডা নিয়ে রাজনীতি!”
পরে এই প্রসঙ্গে জুঁই বলেন, "যদি যৌন হেনস্থার মতো গুরুতর কিছু হয়ে থাকে, তাহলে এতদিন চুপ করে ছিলেন কেন? আইনের পথে যাওয়া উচিত ছিল। নিজেকে রক্ষা না করতে পারলে নেত্রী হিসাবে অন্যদের কী করবেন?”
আরও এক তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ বলেন, “রাজন্যা এতদিন কেন চুপ ছিলেন? যদি সত্যিই অভিযোগ থাকত, তাহলে দল বা প্রশাসনের কাছে যাওয়ার কথা। মিডিয়ার সামনে মুখ খুলে ‘মুখ’ হওয়ার চেষ্টাই করছেন"।
সমস্ত কটাক্ষের জবাবে রাজন্যার বক্তব্য, “আমি দলকে জানিয়েছিলাম। অনেক মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমি একার পক্ষ বলছি না, তাঁদের ভয়েস হিসেবেই মুখ খুলেছি"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us