‘আমার AI প্রযুক্তিতে বিকৃত ছবি রয়েছে ওর ফোনে…’, এবার বোমা ফাটিয়ে মনোজিৎ মিশ্রর চরিত্র প্রকাশ্যে আনলেন রাজন্যা

ছাত্রীদের ওপর প্রভাব বিস্তার করত অভিযুক্ত মনোজিৎ মিশ্র।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rajanya haldar

File Picture

নিজস্ব সংবাদদাতা: কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে গোটা রাজ্য উত্তাল। আর সেই ঘটনার আবহেই তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্যা হালদার করলেন বিস্ফোরক অভিযোগ। তাঁর দাবি, কসবার মূল অভিযুক্তের মোবাইলে তাঁর AI প্রযুক্তিতে বিকৃত ছবি রাখা হয়েছিল, যা দেখিয়ে ছাত্রীদের ওপর প্রভাব বিস্তার করত অভিযুক্ত মনোজিৎ মিশ্র।

শুক্রবার রাজন্যা বলেন, "আমার AI দিয়ে বানানো বিকৃত ছবি অভিযুক্ত মনোজিৎ মিশ্রর মোবাইলে পাওয়া গিয়েছিল। সেই ছবি দেখিয়ে জুনিয়র মেয়েদের ভয় দেখানো হত, ওরা সেই ছবি দেখে বিকৃত আনন্দ পেত। আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম"।

কেন এতদিন চুপ ছিলেন রাজন্যা?

rajanya

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজন্যা জানান, তিনি চাইলেই অভিযোগ জানাতে পারতেন। কিন্তু সেটা করলে তৃণমূল দলকে অপমানের মুখে পড়তে হত, আর সেই কারণেই তিনি চুপ ছিলেন। তবে এখন মুখ খোলায় নানা ভাবে হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ তাঁর।

এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কসবা-কাণ্ড শুধু আইনি নয়, দলীয় ও সামাজিক স্তরেও এক গভীর প্রশ্ন তুলে দিয়েছে। মূলত, রাজন্যার উল্লেখ করা 'দাদা কালচার' যেন এই মামলায় নতুন করে ঝড় তুললো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।