রাজন্যা বিতর্কে নয়া মোড়, এবার প্রান্তিক-রাজন্যার কাছে এলো সজল ঘোষের ফোন

একটি ফোনকল ঘিরেই ফের মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক গুঞ্জন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rajanya

File Picture

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের ‘বিক্ষোভী’ মুখ প্রান্তিক ও রাজন্যার বিজেপিতে যোগদানের জল্পনা ঘিরে রাজনীতির অলিন্দে ফের উত্তেজনা ছড়াল। সূত্রের খবর, সম্প্রতি প্রান্তিক ও রাজন্যাকে ফোন করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। যদিও ওই ফোনালাপে ঠিক কী আলোচনা হয়েছে, বা আদৌ কোনও রাজনৈতিক প্রস্তাব এসেছে কি না—তা এখনও স্পষ্ট নয়।

এই একটি ফোনকল ঘিরেই ফের মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক গুঞ্জন। বিজেপির তরফে তৃণমূলের ‘অসন্তুষ্ট’ নেতা-নেত্রীদের টার্গেট করে টানার যে রাজনৈতিক কৌশল, তাতে এই ফোনালাপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে প্রান্তিক ও রাজন্যা দু’জনেই বিষয়টিকে খারিজ করে দিয়েছেন।

প্রান্তিক বলেন, "জল্পনা এতটাই ছড়িয়েছে যে, কেউ কেউ বলছেন আমরা অগ্নিমিত্রা পলের সঙ্গে দেখা করেছি। তবে সবটাই মিথ্যে"।

bnm

রাজন্যার কথায়, "একজন দাবি করেছেন, আমাদের ফান্ডিং করা হয়েছে, এমনকি পেট্রোল পাম্প দেওয়া হয়েছে! আমি বলতে চাই, সবটাই ভিত্তিহীন এবং ভুয়ো তথ্য"।

তবে তৃণমূলের অন্দরের আন্দোলনে সক্রিয় থাকা এই দুই তরুণ মুখ গত কয়েক সপ্তাহ ধরেই শিরোনামে। সংগঠনের "শুদ্ধি"র দাবিতে তাঁরা যে বার্তা দিচ্ছেন, তা তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও চাপে ফেলেছে। এই অবস্থায় বিজেপি-যোগের জল্পনা স্বাভাবিকভাবেই গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে।