New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: উপাচার্য নিয়ে জারি সংঘাত। রাজভবন-শিক্ষামন্ত্রী চাপানউতোর তুঙ্গে। 'উপাচার্য নিয়োগ নিয়ে আগ্রাসী মনোভাব থেকে পিছু হটলেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য নিয়োগ নিয়ে সহমত হয়েছেন রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী'। রাজ্যের দেওয়া তালিকা থেকে ৬ জনের নাম চূড়ান্ত করে বিবৃতি রাজভবনের।উপাচার্য পদে নিয়োগের জন্য শিক্ষা দফতর ৩১ জনের তালিকা পাঠিয়েছিল। ৩১ জনের মধ্যে ৬ জনকে উপাচার্য পদে নিয়োগ করবে রাজ্যপাল, জানাল রাজভবন। রাজভবনের বিবৃতির পর পাল্টা পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 'আমি কোথা থেকে পিছু হটলাম সেটাই বুঝতে পারছি না', পোস্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। X হ্যান্ডেলে হ্যাশট্যাগ গুগলি লিখে পোস্ট করলেন তিনি।
— Bratya Basu (@basu_bratya) April 19, 2024
/anm-bengali/media/post_attachments/02de4b87800afc98c668e54a36eff37fa1371b2d94f1e6b39e6c8891d65912e1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us