/anm-bengali/media/media_files/HTkjGtgvMhPge7Mnv9aE.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ওড়িশা পেরিয়ে পৌঁছেছে ছত্তিশগড়ে। এর প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু বৃহস্পতিবার নয়, আগামীকালও উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি করিডোর এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/27/6QrQ4WaIC2lL27k9EOft.webp)
অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বড়সড় বৃষ্টির আশঙ্কা নেই। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমের বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us