ঝমঝমিয়ে বৃষ্টি শহরে, স্তব্ধ জনজীবন

কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। দফায় দফায় বৃষ্টি হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
COVER RAIN.jpg



নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি (Rainfall) নেমেছে কলকাতা শহরজুড়ে। টানা বৃষ্টির কারণে একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছে শহরবাসীর জীবন। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপের কারণে লাগাতার কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজও সেই বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। এদিকে আজ সাত সকাল থেকে হওয়া বৃষ্টির কারণে একাধিক জায়গায় জলে জমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। এদিকে টানা বৃষ্টির কারণে বালিগঞ্জের কী পরিস্থিতি তৈরি হয়েছে তা সকলের সামনে তুলে ধরা হল। দেখুন ভিডিও…