নিজস্ব সংবাদদাতা: আবহাওয়ার বিরাট আপডেট। একদিকে যখন তাপপ্রবাহ চরমে দক্ষিণবঙ্গে তখন অন্যদিকে বৃষ্টি আসছে উত্তরবঙ্গ। আগামী ঘণ্টা দুয়েকেই ঝড়, ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
/anm-bengali/media/media_files/LcZpM0PydiG4kqrD7RFc.jpg)
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজ। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি হতে পারে।
/anm-bengali/media/media_files/LV5SUQZxKV4veVD58or1.jpg)
/anm-bengali/media/post_attachments/e52f6ef0d473905dbe57041877615f0b988e63d45d1c742b5c8f658e4aa7e9cc.webp)