অবশেষে স্বস্তির বৃষ্টি পেল বঙ্গ, তাপমাত্রা নামলো এক ঝটকায়

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বহু জেলায় জারি হয়েছে লাল ও কমলা সতর্কতা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rain

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেল হুবহু। বিকেলের পর থেকেই রাজ্যের একাধিক জেলায় শুরু হল প্রবল ঝড়-বৃষ্টি। ইতিমধ্যেই কোথাও কোথাও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়ার গতিবেগ পৌঁছেছে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটারে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বহু জেলায় জারি হয়েছে লাল ও কমলা সতর্কতা।

বাঁকুড়া ও হুগলিতে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টি। হুগলির চুঁচুড়া স্টেশনে বিদ্যুতের তার ঠেকে গেছে লোহার পোলের সঙ্গে—যা নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি রয়েছে। পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে জারি হয়েছে লাল সতর্কতা।

STORM.jpg

বুধবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছিল ভ্যাপসা গরম। সন্ধ্যা নামতেই শুরু হয় প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ সাত জেলায় বৃষ্টি হতে পারে। অনেক জেলায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের ধারা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে।