IPL শুরু হওয়ার দিনেই বৃষ্টি? আজ সারাদিন কি হবে?

বেরোনোর আগে আকাশের অবস্থা কেমন থাকবে জানুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
Rain

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ। কলকাতাতেও হতে পারে আজ হালকা বৃষ্টি। আজ অর্থাৎ শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ আছে। আইপিএলের প্রথম ম্যাচই বৃষ্টি ভেস্তে দিতে পারে এই ভেবে চিন্তায় ক্রিকেটপ্রেমীরা।

ipl

শনিবার কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতও হতে পারে। পরশু অর্থাৎ রবিবার কলকাতা, হাওড়া ও হুগলির কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অন্য জেলাগুলিতে অল্প অল্প বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।