New Update
/anm-bengali/media/media_files/oZ9WlBwFQtj8YmZ8VZuh.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভরা ভাদ্রে কখনও গরম তো কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি। বোঝা দায় যে এটা কোন কাল। তবে ভ্যাপসা গরম থেকে মিললো ক্ষণিকের স্বস্তি। শনিবার দুপুর হতেই ঝমঝমিয়ে শুরু হল বৃষ্টি। কলকাতার ব্যস্ত রাস্তায় বৃষ্টির জেরে ধীরে চলাচল করছে যানবাহন। কোথাও আবার নীচু এলাকাগুলিতে জমতে শুরু করেছে জল। জল যন্ত্রণার আশঙ্কা করা হচ্ছে। গড়িয়াহাটের চিত্রটা ধরা পড়েছে এএনএম নিউজের ক্যামেরায়। দেখুন ভিডিও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us