নিজস্ব সংবাদদাতা: ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোর রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের শুরু হয়ে গেল কলকাতা ও অন্যান্য রাজ্যে। এমন আবহে ফের বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া বলছে যে চলতি সপ্তাহের শেষে কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টি নামতে পারে। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
আগামী ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি নামতে পারে। এছাড়া ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।