New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: লাগাতার বৃষ্টি চলছে কলকাতা সহ গোটা বঙ্গেই। বৃষ্টির জেরে কলকাতার বহু রাস্তাতেই লাগাতার জমছে জল। আর এরই মধ্যে ঘটলো বিপত্তি। রাজপথে নামলো ধস। বালিগঞ্জ সার্কুলার রোডে নামলো ভয়ঙ্কর ধস। যার জেরে সন্ধ্যার কলকাতায় দেখা গেল মারাত্মক জ্যাম। ওই রাস্তা দিয়ে গাড়ি গড়াচ্ছে ধীর গতিতে। ইতিমধ্যেই শুরু হয়েছে মেরামতির কাজ। তবে কলকাতার রাস্তা যে নিরাপদ নয়, তা এদিনের পর আরও একবার প্রমাণিত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/04/landslide-2025-08-04-21-07-23.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us