এবারের পুজো পণ্ড করবে বর্ষাসুর, বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত এখন থেকেই

সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rain on Durga Puja

File Picture

নিজস্ব সংবাদদাতা: শারদোৎসবের আনন্দে জল ঢালতে হাজির বর্ষাসুর। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মহালয়ার পর থেকেই দক্ষিণবঙ্গে নামতে শুরু করবে বৃষ্টি। চতুর্থী থেকে শুরু হয়ে অষ্টমীতে আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে।

বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ২৩ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সতর্কতা অবলম্বন শুরু করেছে। খোলা হচ্ছে কন্ট্রোল রুম, বিপর্যয় মোকাবিলা দফতরকে রাখা হয়েছে প্রস্তুত। ডিভিসি-র জলছাড়ার দিকেও নজর রাখা হচ্ছে।

cyclone.jpg

পুজোয় যাতে উদ্যোক্তা ও সাধারণ মানুষের ক্ষতি না হয়, সেজন্য রাস্তার উপর থাকা বড় বড় গেট ও পুজোমণ্ডপগুলিতে রাখা হচ্ছে কড়া নজর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫-২৬ সেপ্টেম্বর: নিম্নচাপ তৈরি হতে পারে, ফলে ফের বৃষ্টি বাড়বে। ২৬-২৯ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি, উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর-২ অক্টোবর: আরও তীব্র হতে পারে বৃষ্টি। অষ্টমী, নবমী ও দশমীতেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না বলে আশঙ্কা। ফলে এবার দুর্গাপুজোয় মণ্ডপ ভিজিয়ে রাখতে পারে বর্ষার দাপট।