/anm-bengali/media/media_files/2024/10/24/0rgmOdGpyxtn3JI2vKPI.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আবারও বাতিল একাধিক লোকাল ট্রেন। সপ্তাহান্তে রেলযাত্রায় বড়সড় বিঘ্ন ঘটতে চলেছে শিয়ালদহ শাখায়। পূর্ব রেল জানিয়েছে, দমদম জংশনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য শনিবার ও রবিবার (২৬ ও ২৭ জুলাই) বেশ কয়েকটি লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল বা ঘুরপথে চালানো হবে। ফলে ফের যাত্রীদের পড়তে হবে দুর্ভোগে।
বাতিল ট্রেনের তালিকায় কী কী থাকছে?
২৬ জুলাই (শনিবার):
আপ 32249 শিয়ালদহ–ডানকুনি লোকাল
ডাউন 32252 ডানকুনি–শিয়ালদহ লোকাল
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/28/local-trains-2025-06-28-11-21-25.jpg)
২৭ জুলাই (রবিবার):
শিয়ালদহ–হাবড়া: আপ 33653 / ডাউন 33654
শিয়ালদহ–দত্তপুকুর: ডাউন 33612
শিয়ালদহ–বনগাঁ জংশন: আপ 33817 / ডাউন 33824
শিয়ালদহ–বারাসাত: আপ 33431 / ডাউন 33432
শিয়ালদহ–ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219 / ডাউন 32212, 32214, 32216, 32218, 32220
লোকাল ট্রেনের পাশাপাশি উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের মতো বেশ কিছু দূরপাল্লার ট্রেনও ঘুরপথে চালানো হবে এই সময়। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্রায় সাত ঘণ্টা ধরে চলবে দমদম জংশনে কাজ। তারই ফলস্বরূপ এই ট্রেন পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটছে।
গত কয়েক মাস ধরেই হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বারবার ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের ক্ষোভ বাড়ছে। যদিও রেলের তরফে জানানো হয়েছে, “আজকের সাময়িক অসুবিধাই ভবিষ্যতের সুবিধা বাড়াবে অনেকটা"।
তবে, যেহেতু সপ্তাহান্তে অফিসগামী যাত্রীদের চাপ তুলনামূলক কম, তাই রেল কর্তৃপক্ষের আশা, দুর্ভোগ কিছুটা হলেও সামাল দেওয়া যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us