ভোপালের নিরাপত্তা নিয়ে কি বলছে প্রশাসন?
ফলাফলের আগেই প্রস্তুতি শুরু তেজস্বীর
সুমি শহরে বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
সন্ত্রাসবাদ রুখতে প্রস্তুতি শুরু সেনাবাহিনীর
রেকর্ড ভাঙা মার্কিন শাটডাউন শেষ করতে বিল স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প
পশ্চিমবঙ্গে মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয়করণে বিস্ফোরক মন্তব্য বিপ্লব দেবের
অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের সিদ্ধান্তে স্থগিত হল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়
“আমরা পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব”— আত্মবিশ্বাসী তেজস্বী যাদব- কি বলছেন শুধু দেখুন
‘লালু বিহারের কলঙ্ক’, কে বললেন এমন মারাত্মক কথা?

কাটলো ‘দানা’র দাপট, রেলের চাকা গড়ালো ট্র্যাকে

আজ যা চলছে তা হল ভারী বৃষ্টিপাত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Train

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল থেকে বিমান পরিষেবার পাশাপাশি বন্ধ ছিল রেল পরিষেবাও। দূরপাল্লার ট্রেন তো আগেই বন্ধ করা হয়েছিল, গতকাল বন্ধ করা হয়েছিল লোকাল ট্রেন পরিষেবাও। এমনকি বহু স্টেশনে লোকাল ট্রেন, মালগাড়ি, কিংবা এক্সপ্রেস ট্রেন লাইনের সাথে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। যাতে ঝড়ের দাপটে ট্রেন বা আশপাশের এলাকায় কোনও বিপদ না ঘটে, সেই জন্যেই নেওয়া হয়েছিল বাড়তি সতর্কতা। তবে আজ ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফলের পর অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে ঝড়ের দাপট অনেকটাই কমেছে। আজ যা চলছে তা হল ভারী বৃষ্টিপাত।

s

তাই সাময়িক দুর্যোগ কাটিয়ে শুরু হল ট্রেন পরিষেবা। ঠিক সকাল ১০টায় গড়ালো রেলের চাকা। প্রথমে ৯টা ৪৫ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও তারপর আরও ১৫ মিনিট অপেক্ষা করে ঠিক সকাল ১০টায় শিয়ালদাহ শাখা থেকে ছাড়ে ট্রেন। শিয়ালদাহ দক্ষিণ শাখায় প্রথম সোনারপুর লোকাল দিয়ে শুরু হয় রেল পরিষেবা। অফিস টাইমেই শুরু হওয়ায়, প্রথম ট্রেনেই ভিড় ছিল চোখে পড়ার মতো। রেলের তরফে জানানো হয়েছে ধীরে ধীরে স্বাভাবিক হবে রেল পরিষেবা। 

এদিন শিয়ালদাহ স্টেশনের পাশাপাশি হাওড়া স্টেশনেও শুরু হয়ে যায় রেল পরিষেবা।