জলের তলায় গেছে রেললাইন, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

টানা বৃষ্টির কারণে লাইনে জল জমে ট্রেন চলাচলে ধাক্কা লাগছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
water logging

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাতভর টানা বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাটের পাশাপাশি বিপর্যস্ত হল রেল পরিষেবাও। মঙ্গলবার সকাল থেকেই শিয়ালদহ মেন শাখার একাধিক লাইনে জল জমে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা দেরি করছে ট্রেন। টিটাগর, বেলঘরিয়া, বারাসত-সহ একাধিক গুরুত্বপূর্ণ লাইনে চলছে এই জল যন্ত্রণা। ফলে অফিসযাত্রী থেকে সাধারণ নিত্যযাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

টানা বৃষ্টির কারণে লাইনে জল জমে ট্রেন চলাচলে ধাক্কা লাগছে। পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা হলেও, এখনও পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। রেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল না হলেও, সব ট্রেনই সময়ের থেকে অনেক দেরিতে চলছে।

যাত্রীদের অভিযোগ, ট্রেন কখন ছাড়বে তার কোনও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এমনকি রাস্তাঘাটও জলমগ্ন থাকায় বিকল্প পরিবহন ব্যবস্থাও কার্যত অচল।

WhatsApp Image 2025-07-08 at 10.13.33

বিশেষ করে বেলঘরিয়া-সহ কয়েকটি স্টেশনে দেখা দিয়েছে বড় ধরনের সিগন্যালিং সমস্যাও। পূর্ব রেলের ডিপিও একলব্য চক্রবর্তী জানিয়েছেন, “সারা রাত ধরে ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং সহ অন্যান্য বিভাগগুলি কাজ করেছে। এখনও কর্মীরা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিষেবা স্বাভাবিক করতে"।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি আপাতত থামার কোনও লক্ষণ নেই। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। সেই ক্ষেত্রে ট্রেন চলাচলে আরও সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন রেলকর্তারা।