/anm-bengali/media/media_files/Q4tczItS1fw2zvs5Jq12.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের দুই দাপুটে নেতা মদন মিত্র এবং ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই তদন্ত চলছে। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিজেপিকে আক্রমণ করে চলেছে তৃণমূল। এবার এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বলেন, 'ফিরহাদ হাকিম এবং মদন মিত্রের নাম পুরো নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছে। সিবিআইয়ের কাছে নিশ্চয়ই প্রমাণ রয়েছে। তারপর ভিত্তি করে সিবিআই মদন মিত্র এবং ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছে। তল্লাশি সম্পূর্ণ হলে জানা যাবে যে কী পাওয়া গেছে। সিবিআই যেই কোনও এক চোরের বাড়ি যায় অমনি তৃণমূল একে রাজনৈতিক প্রতিহিংসা বলতে থাকে'।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
#WATCH | Kolkata: On CBI team searches at West Bengal Minister Firhad Hakim's residence in connection with Municipal Recruitment case, BJP leader Rahul Sinha says, "Firhad Hakim and Madan Mitra's names came up in the Municipal Recruitment case. CBI definitely has some proof.… pic.twitter.com/5SHsLSj3Yn
— ANI (@ANI) October 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us