নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেত্রী এবং কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটের প্রার্থী মহুয়া মৈত্র গতকাল X হ্যান্ডেলে একটি পোস্ট করেন যেখানে একটি স্ক্রিনশটে দেখা যায় যে তাঁর মা তাঁকে ম্যাসেজ করেছেন যে যদি তাঁকে তুলে নিয়ে যায় গোয়েন্দা সংস্থা তাহলে তাঁর মা তাঁর হয়ে মনোনয়ন জমা দেবেন। তাই যেন তাঁর মায়ের নামে তিনি পাওয়ার অফ অ্যাটর্নি তৈরী করে রেখে দেন।
/anm-bengali/media/post_attachments/4046c740939f82b43542a03ffa327101497a2b12c0e2177f4028fda669198383.jpg)
এবার এই নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, 'তিনি তাঁর মাকে রাজনীতিতে নিয়ে এসেছেন যাঁর রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা খুবই স্পষ্ট, তিনি যে কোনো কিছু করতে পারেন। মানুষ এটা নিয়ে ভাববে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে এবং এর ফলাফল তাঁর ভাগ্য নির্ধারণ করবে'।
/anm-bengali/media/media_files/C1g0VLyuU5V5yqBLefhC.jpg)
/anm-bengali/media/post_attachments/99ea82dcd8c9c39279fb6eb2939d8d14a7eb377e12b4de8e9dccfbdba6244c7e.webp)