Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Sw2UmB8DO9WgQ0xEKfZO.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: লোডশেডিং করে ভোটে কারচুপির অভিযোগ বারবার করে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে কি সেই নন্দীগ্রামের ছায়া কি ফিরল হুগলিতে? পঞ্চম দফা ভোটের দিনে বুথের ভিতরে ঘুটঘুটে অন্ধকার দেখে ঝুঁকি নিতে চান না তিনি। ভোটারদের বুঝে শুনে ভোট দিতে বললেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/NY8kbIvWDsM9e60n2sF2.webp)
বিরক্ত হয়ে বলেন, 'যাকেই ভোট দিক, দৃষ্টিতে তো আসতে হবে, কাকে তিনি ভোট দিচ্ছেন? বলার পরেও আলোর ব্যবস্থা হচ্ছে না'।
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us