R G Kar: সিসিটিভি ফুটেজে উঠে এল নতুন রহস্য! যুক্ত এক ডাক্তার?

সিসিটিভি কী বলছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
R G Kar Incident

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডে সিসিটিভি ফুটেজ ঘিরে নতুন রহস্য তৈরি হয়েছে। সিবিআইয়ের তদন্ত বলছে যে, সেমিনার হলের করিডরে রাতে আরও এক জুনিয়র ডাক্তার ছিলেন যিনি রাত ১টা থেকে ২.৪৫ পর্যন্ত ছিলেন। এই ডাক্তার প্রথমে দাবি করেন তিনি একটি রিপোর্ট দিদির সঙ্গে আলোচনা করতে যান, কিন্তু তিনি ঘুমোচ্ছিলেন বলে ফিরে যান।

সিসিটিভি ফুটেজে নতুন রহস্য: আরও এক ডাক্তার

পরে সেই ডাক্তার দাবি করেন, তিনি এক রোগীকে দেখতে যান। 

Health Dept posts new Principal at RG Kar Medical College; Sacks  Superintendent and Chest Medicine HoD

সিবিআইয়ের তদন্তকারীরা অবাক। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সেমিনার হলের করিডরে ডাক্তার থাকলেও বক্তব্যের সঙ্গে ফুটেজের মিল নেই।

Who is Kolkata's RG Kar Medical College and Hospital Named After? - News18