/anm-bengali/media/media_files/cEEku7C8PbBoHAjBKKZT.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোয় ঠাকুর দেখতে মেট্রো যাত্রীদের সুবিধার্থে বিশেষ স্মার্ট কার্ড চালু করল কলকাতা মেট্রো। এই কার্ড পাওয়া যাবে দু’ধরনের মেয়াদে— ৩ দিনের জন্য ২৫০ টাকা এবং ৫ দিনের জন্য ৫৫০ টাকা। নির্দিষ্ট মেয়াদে এই কার্ডে মিলবে আনলিমিটেড যাতায়াতের সুযোগ।
গত বছর পুজোর সময়ে মেট্রোয় যাত্রী সংখ্যা পৌঁছেছিল প্রায় ৯ লক্ষে। এবার নতুন রুট চালু হওয়া ও বাড়তি মেট্রো পরিষেবা থাকার কারণে মেট্রো কর্তৃপক্ষের আশা, যাত্রী সংখ্যা ১২ লক্ষ ছাড়িয়ে যাবে। বিশেষত হাওড়া-ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ভিড় হচ্ছে বিপুল। ফলে আয়ও বেড়েছে মেট্রোর। তবে কর্তৃপক্ষের মতে, পুজোর সময়ে সব রেকর্ড ভেঙে যাবে যাত্রী সংখ্যা।
পুজোর সময় নিয়মিত দিনের তুলনায় রাতভর চলবে অতিরিক্ত মেট্রো। ফলে যাত্রী চাপও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর সেই ভিড়ের মধ্যে কাউন্টারে লম্বা লাইনের ঝক্কি এড়াতেই এই বিশেষ স্মার্ট কার্ড আনার সিদ্ধান্ত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1IGxwbzzIY1nWcrC0Sf4.png)
মেট্রোর যাত্রী পরিসংখ্যান (পুজোর আগের সপ্তাহে):
১৫ সেপ্টেম্বর: ৭.৮৩ লক্ষ যাত্রী
১৪ সেপ্টেম্বর (রবিবার): ৩.৯ লক্ষ যাত্রী
১২ সেপ্টেম্বর: ৭.৯৫ লক্ষ যাত্রী
১১ সেপ্টেম্বর: ৭.৬৭ লক্ষ যাত্রী
পরিসংখ্যান স্পষ্ট করছে, পুজো যত ঘনিয়ে আসছে, মেট্রোয় ভিড় ততই বাড়ছে। এবার স্মার্ট কার্ড যাত্রীদের যাত্রা আরও দ্রুত ও স্বচ্ছন্দ করে তুলবে বলে আশা মেট্রো কর্তৃপক্ষের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us