মহালয়ার আগেই পুজো মণ্ডপ উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী, বললেন ‘মায়ের মূর্তি উদ্বোধন করিনি’

প্রথমেই হাতিবাগান সর্বজনীন মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
549605350_1339251950903861_8996548270486179076_n

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। তার আগেই শনিবার একাধিক বড় পুজো মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় ও শ্রীভূমি-সহ একাধিক মণ্ডপে গিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রথমেই হাতিবাগান সর্বজনীনে পৌঁছে মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই শুরু হয় তাঁর পুজো উদ্বোধনের সফর। উদ্বোধনের সময় মমতা বলেন, “কাল মহালয়ার মাতৃ তর্পণ হবে। মাতৃ তর্পণের আগে মাতৃমূর্তির উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজ আমি শুধু প্যান্ডেল উদ্বোধন করলাম”। একইসঙ্গে মণ্ডপে মাঝে মাঝে বাংলা গান বাজানোর অনুরোধও জানান তিনি।

551844895_1339250857570637_5091972174134271384_n

তবে মহালয়ার আগেই পুজো উদ্বোধন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। বিরোধী দল বিজেপি শুরু করেছে একের পর এক সাঁড়াশি আক্রমণ। মহালয়ার আগের এই উদ্বোধনী সফর তাই শুধু উৎসবের আবহই নয়, রাজ্য রাজনীতিতেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।