কলেজ স্কোয়ার থেকে শুরু প্রতিবাদ মিছিল

মহা মিছিল।

author-image
Adrita
New Update
rd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের নারকীয় হত্যা কাণ্ডের প্রতিবাদে আজ কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র ছাত্রীরা কলেজ স্কোয়ার থেকে এক মহা মিছিলের আয়োজন করেছে। এই মিছিলে রাজ্যের অন্যান্য হাসপাতালের ছাত্রছাত্রীরাও সামিল ছিল। 

তাদের একটাই দাবী যে, অতি দ্রুত জেন ধর্ষক খুনির চরমতম শাস্তি হয়। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, কলকাতার লালবাজার থানার গোয়েন্দা শাখার পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

Kolkata murder: Medical body gives 48-hour ultimatum, warns of nationwide  protests - India Today

Adddd