নিজস্ব সংবাদদাতা: ফের উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। গভর্নিং বডির বৈঠকে মালা রায় আসতেই তাকে ঘিরে বাইরে বিক্ষোভ শুরু হয়। তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট। কলেজ ক্যাম্পাসের মধ্যে ছোড়া হচ্ছে জল রঙ। পুলিশের নিরাপত্তায় বের করে নিয়ে যাওয়া হল মালা রায়কে।
/anm-bengali/media/post_attachments/story/1558673062-Mala_Roy_PTI2-663533.jpg?tr=w-1200,h-900)