/anm-bengali/media/media_files/2025/07/26/blo-training-2025-07-26-16-12-39.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)-এর কাজের জন্য বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিযুক্ত করা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে সে মামলায় প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনও আইনি বাধা নেই বলে সাফ জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। নির্বাচন কমিশনের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করল আদালত।
বিচারপতি এদিন বলেন, “আইনে প্রাথমিক শিক্ষকদের এই দায়িত্ব দেওয়ার কথা বলা আছে। গোটা দেশ আপনাদের কাজের দিকে তাকিয়ে আছে। কাজ করুন"। তিনি আরও প্রশ্ন তোলেন, “রবিবার কাজ করাতে অসুবিধা কোথায়? এখনও কোনও নির্দিষ্ট কাজ বা সময়সীমা নির্ধারিত হয়নি, তাহলে আশঙ্কা করছেন কেন?”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/27/ZRstuGLf4G8yxKuY2bx5.jpg)
মামলাকারীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁদের দাবি ছিল, BLO-র দায়িত্ব নিয়মিত স্কুলের কাজের পাশাপাশি ছুটির দিনেও পালন করতে বলা হচ্ছে, যা তাঁদের পেশাগত ভারসাম্য নষ্ট করছে।
সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি স্পষ্ট করেন যে, BLO হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিযুক্ত করা আইনসঙ্গত, এবং এই বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us