"কাল সংরক্ষণ" করছে বোসপুকুর শীতলা মন্দির! জানুন এই পুজোর খুঁটিনাটি

জানুন এই পুজো সম্পর্কে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-24 at 12.59.58 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহালয়ার মধ্যে দিয়েই বাঙালির সবথেকে বড় উৎসবের শুরু হয়ে গেল। আপামর বাংলা, আপামর বাঙালি মেতে উঠবে আনন্দে, ধুনুচির গন্ধে আর ঢাকের তালে। কারণ বাঙালির কাছে এই পুজোর কোনও বিকল্প নেই।

আমরা কথা বলেছিলাম বোসপুকুর শীতলা মন্দিরের পুজো কমিটির সেক্রেটারি কাজল সরকারের সঙ্গে। দক্ষিণ কলকাতার এই পুজোর এবারের খবর রইল আপনাদের জন্য সবার আগে এনএনএম নিউজে।

৭৬ বছরের পা রাখছে এবার বোসপুকুর শীতলা মন্দিরের পুজো। এবারে পুজোর থিম "কাল সংরক্ষণ"। এর আগে সংরক্ষণের কোনো মাধ্যম ছিল না। কিন্তু এবার আগামী প্রজন্মের জন্য এই প্রজন্মকে সংরক্ষণ করার প্রচেষ্টা দেখানো হয়েছে এই পুজোর মধ্যে দিয়ে। এই মণ্ডপে ২১৭ টা নদীর জল সংরক্ষণ করা হয়েছে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যেই পূজোর উদ্বোধন করেছেন। আগামীকাল দর্শনার্থীদের জন্য বিকেল পাঁচটায় খুলে দেওয়া হবে মণ্ডপের দরজা। 

সুরক্ষার দিকে খামতি রাখছে না কমিটি। ভিড় নিয়ন্ত্রণের জন্য কমিটির নিজস্ব নিরাপত্তারক্ষী এবং ক্লাবের স্বেচ্ছাসেবীরা রয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের বিশাল বাহিনী থাকবে দায়িত্বে। এছাড়া সিসিটিভি রয়েছে।

WhatsApp Image 2025-09-24 at 12.59.49 PM